Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার রেজুলেশন

জয়কলস ইউনিয়ন পরিষদ কার্যালয়
 উপজেলাঃ দক্ষিণ,সুনামগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ
সুত্রঃ                                                   তারিখঃ

অদ্য ২১/১১/২০১৬ ইং তারিখ রোজঃ সোমবার বেলাঃ ১১.০০ ঘটিকায় ইউ/পি কার্যালয়ে ইউনিয়ন     
পরিষদের এক মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ মিয়া
                 সভায় উপস্থিত সদস্যবৃন্দ
ক্রমিক নং       নাম                                  পদবী                     স্বাক্ষরিত
০১।    জনাবা মোছাঃ পুষ্প বেগম             ইউ/পি সদস্যা                  ”
০২।    জনাবা মোছাঃ রোকিয়া বেগম        ইউ/পি সদস্যা                   ”
০৩।    জনাবা হোসনা খানম                   ইউ/পি সদস্যা                  ”
০৪।    জনাব হাবিবুর রহমান                  ইউ/পি সদস্য                  ”
০৫।    জনাব মোঃ আশরাফ আলী           ইউ/পি সদস্য                   ”
০৬।    জনাব  সুজন চন্দ্র তাং                  ইউ/পি সদস্য                  ”
০৭।    জনাব মোঃ মছকু মিয়া                 ইউ/পি সদস্য                  ”
০৮।    জনাব মোঃ আনোয়ার হোসেন        ইউ/পি সদস্য                  ”
০৯।    জনাব মোঃ আব্দুল বাতিন             ইউ/পি সদস্য                  ”
১০।    জনাব মোঃ আব্দুল জলিল             ইউ/পি সদস্য                  ”
১১।    জনাব মহিবুর রহমান                  ইউ/পি সদস্য                  ”
১২।    জনাব চুনু দেব                           ইউ/পি সদস্য                  ”

সভার আলোচ্য বিষয়ঃ ০১। ২০১৬-২০১৭ অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা কর্মসুচীর আওতায় হাওর উপ- প্রকল্পসমুহে আগাম বন্যা প্রতিরোধকল্পে ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরন ও মেরামত কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প     
      বাস্তবায়ন কমিটি (পি আই সি) এর সভাপতি মনোনয়ন।

ক্রমিক নং    সভার আলোচনা    সভার সিদ্ধান্ত    বাস্তবায়নকারী কর্তৃপক্ষ
০১।    পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে  সভাপতি সাহেব সভার কাজ শুরু করেন।সভাপতি সাহেব বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মুলনীতি অংশের অনুচ্ছেদ-১৬ অনুযায়ী গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব অর্থাৎ নগর ও গ্রামাঞ্চালের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দুর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরনের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের  আমুল রুপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।রাষ্ট্রের পক্ষে সরকার বিভিন্ন মন্ত্রলালয়ের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে। সংবিধানের আলোকে সরকার পানি সম্পদ মন্ত্রনালয়ের মাধ্যমে গ্রামাঞ্চলয়ের ভাটীবাংলার হাওর রক্ষা করে কৃষি বিল্পবের  বিকাশ সাধনের জন্য আগাম বন্যা প্রতিরোধ কল্পে ডুবন্ত বাধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজ করার জন্য পত্র প্রেরণ করেছেন। পত্রের স্মারক নং এফ-২/৫৪২ তারিখঃ ৩০/১০/২০১৬ ইং। পত্রের নির্দেশনা মোতাবেক ইউ/পি সভার মাধ্যমে প্রকল্প সভাপতি মনোনয়ন করে নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ পওর বিভাগ, বাপাউবো সুনামগঞ্জে প্রেরণ করার জন্য।

সভায় তিনি আরো বলেন সুনামগঞ্জ জেলার কর্ণধার,দক্ষ,ওঅভিজ্ঞ এবং সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম মহোদয়ের বাণী ০১। পতিত জমি করবো চাষ, ফসল খাবো বারো মাস।মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বাণী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান এর অনুচ্ছেদ-১৬ গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লবের সাথে মিল রয়েছে। সংবিধান রাষ্ট্রের পবিত্রতম দলিল। সেই অনুয়ায়ী মাননীয় জেলা প্রশাসক এর বাণী ও পবিত্র। পবিত্র বাণীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বর্তমানে সুনামগঞ্জ জেলার কৃষকগণ পতিত জমি চাষ করতে শুরু করেছে।পতিত জমি চাষে আস্তে আস্তে সুনামগঞ্জ জেলায় কৃষি বিল্পবের সুচনা শুরু হয়েছে।কৃষি বিল্পবের সুচনা যাহাতে আগাম বন্যার পানিতে বিনষ্ট না হয়সেই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সাংহাই হাওর, ডেকার হাওর ,খাই হাওরের ডুবন্ত বাধের ভাঙ্গা বন্ধ করণ ও মেরামত করার জন্য প্রস্তাব করিলাম।
০২। সভায় উপস্থিত ইউ/পি সদস্যা জনাবা পুষ্প বেগম বলেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য ও সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক  মহোদয়ের বাণী পতিত জমি করবো চাষ, ফসল খাবো বারো মাস। উক্ত বাণী গ্রামীন উন্নয়ন ও কৃষি বিল্পবে যুগান্তকারী ভুমিকা রাখছে।  মাননীয় জেলা প্রশাসক,সুনামগঞ্জ মহোদয়ের বাণী সংবিধান,ক্ষুধা,দারিদ্র বিমোচনে এবং কৃষি বিল্পবে অত্যন্ত প্রশংসনীয় ও পবিত্রতম। তিনি শুধু সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক নন, আমি মনে করি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বাণী সংবিধানের ১৬-অনুচ্ছেদ এর সাথে মিল থাকায় তিনি সমগ্র বাংলাদেশের শ্রেষ্ট জেলা প্রশাসক হওয়ার আশা রাখি। আমাদের ভাটী বাংলার হাওর অঞ্চলে নিচু জায়গায় বোরো জমি এবং উচু জায়গা পতিত থাকে।পতিত জায়গায় বর্তমানে বিভিন্ন ধরনের শীতকালীন ফসল ও ইরি ফসল রোপন করা হয়।ভাটী বাংলার কৃষকদের প্রানের  ফসল আগাম পানি থেকে রক্ষার জন্য জয়কলস ইউনিয়নের আওতাধীন ডুবন্তবাঁেধর ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত করা জন্য প্রস্তাব করিরাম।    সভায় উপস্থিত সদস্যগণ ইউ/পি চেয়ারম্যান সাহেব ও ইউ/পি সদস্যের বক্তব্যকে ধন্যবাদ জানান  তাহাদের বক্তব্য অনুযায়ী সংবিধান ও মাননীয় সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম এর বাণীকে  সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে অত্যন্ত কঠোর ও সতর্কতা অবলম্বন করে নি¤œলিখিত হাওরের ডুবন্ত বাঁেধর ভাঙ্গা বন্ধকরণ ও বেরীবাঁধ মেরামত করারর জন্য পত্রের নির্দেশনা মোতাবেক হাওরের  নামের পার্শ্বে প্রকল্প সভাপতি সকলের আলোচনার মাধ্যমে  সর্বসম্মতিক্রমে মনোনয়ন  করার জন্য  সিদ্ধান্ত গৃহিত হয়।


০১।সাংহাই হাওরঃ ফতেপুর হইতে মির্জাপুর ।                প্রকল্প সভাপতিঃ আব্দুল জলিল, ইউ/পি সদস্য ০৭ নং ওয়ার্ড, জয়কলস ইউ/পি

০২। ডেকার হাওরঃ জয়কলস রাস্তার মুখ এবং জয়কলস
                      খাল।
  প্রকল্প সভাপতিঃ জনাব মোঃ মছকু মিয়া, ইউ/পি সদস্য    
                 ০৪ নং ওয়ার্ড,জয়কলস ইউ/পি।
০৩।ডেকার হাওরঃ আসামপুর হইতে উথারিয়ার নিকট
                      পর্যন্ত।
   প্রকল্প সভাপতিঃ জনাবা মোছাঃ পুষ্প বেগম, ইউ/পি  
       সদস্যা ০১,০২,০৩ নং ওয়ার্ড,জয়কলস ইউ/পি।

০৪। ডেকার হাওরঃ উথারিয়া হইতে আস্তমা।
     প্রকল্প সভাপতিঃ জনাব মোঃ হাবিবুর রহমান, ইউ/পি  
                   সদস্য ০১, নং ওয়ার্ড,জয়কলস ইউ/পি।

০৫। খাই হাওরঃ সদরপুর ব্রীজের দক্ষিণ পাশ খালের
                   মুখ ভাঙ্গা বন্ধকরন।
    প্রকল্প সভাপতিঃ জনাবা মোঃ আশরাফ আলী, ইউ/পি    
                সদস্য ০২ নং ওয়ার্ড,জয়কলস ইউ/পি।

 

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ পওর  বিভাগ, বাপাউবো সুনামগঞ্জ।

 সংশ্লিষ্ট পি আই সি    
 কমিটি।

সভায় আর কোন আলোচনা থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিযে সভার সমাপ্তি ঘোষনা  করেন।